চলতি মরশুমের প্রথম খেতাবের লক্ষ্যে ইন্দোনেশিয়া ওপেনে অভিযান শুরু করেছেন পিভি সিন্ধু। কোয়ার্টারে ফাইনালে নোজমি ওকুহারাকে হারিয়ে সেই লক্ষ্যে আরও এক কদম এগিয়ে গেলেন হায়দ্রাবাদি কন্যা। ইন্দোনেশিয়া ওপেনের সেমি-ফাইনালে পৌঁছালেন দুরন্ত পিভি সিন্ধু। শুক্রবার বিশ্বের তিন নম্বর খেলোয়াড় নোজমি ওকুহারাকে ২১-১৪, ২১-৭ স্ট্রেট গেমে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করলেন ভারতের এই তারকা শাটলার।
ওকুহারা বরাবরই গাঁট সিন্ধুর। ২০১৭ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াই এখনও অনেকে ভোলেননি। অল্পের জন্য সেই ফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। এপ্রিলে সিঙ্গাপুর ওপেনে শেষ সাক্ষাতেও সিন্ধুকে হারিেয়ছিলেন ওকুহারা। ইন্দোনেশিয়া ওপেনে নামার আগে তাঁদের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ছিল ৭-৭। দুরন্ত জয়ে এ বার তা ৮-৭ করে ফেললেন সিন্ধু।
এ দিন প্রথম থেকেই দাপট ছিল সিন্ধুর। ম্যাচের রাশ হাতে নেওয়ার আগে গোড়ায় অবশ্য তিনি কিছুটা সময় নেন। তবে প্রথম গেমে ৬-৬ থেকে এক বার এগিয়ে যাওয়ার পরে আর ওকুহারাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি তিনি। টানা চার পয়েন্ট তুলে নিয়ে ১০-৬ করে ফেলেন। এর পরে জাপানি তারকা কয়েকটি পয়েন্ট পেলেও বিরতিতে সিন্ধু এগিয়ে যান ১১-৮ পয়েন্টে। এর পরে সিন্ধু আরও আগ্রাসী খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৪ জিতে নেন।
দ্বিতীয় গেমে জাপানি প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি তিনি। প্রথমে ৬-১ গেমে এগিয়ে ছিলেন বিশ্বের পাঁচ নম্বর ভারতীয় তারকা। সেই গতি অব্যাহত রেখে তরতরিয়ে স্ট্রেট গেমে জয়ের দিকে এগিয়ে যান সিন্ধু। দুরন্ত স্ম্যাশে ওকুহারাকে নাস্তানাবুদ করে শেষ ১০ পয়েন্ট টানা জিতে নেন তিনি। দ্বিতীয় গেম ২১-৭ পয়েন্টে দখল করে শেষ চারে পৌঁছে যান অনায়াসে। শনিবার সেমি-ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন বিশ্বের দু’নম্বর চাইনিজ খেলোয়াড় চেন ফেইয়ের।