মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত ভাটপাড়ার ৫৫০ টি পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার৷ ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে এক সরকারি অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ওই অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই লক্ষ টাকা করে চেক এবং খাদ্যদ্রব্য তুলে দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম-সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা৷
এখনও পর্যন্ত ভাটপাড়ায় ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজারেরও বেশি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকার৷ এদিনের এই অনুষ্ঠানে এসে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘ভাটপাড়ায় এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৮২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হল ক্ষতিগ্রস্তদের’৷ এদিকে রাজ্য সরকারের কাছে এই আর্থিক সহায়তা পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা
