বছর চারেক আগে জাতীয দলে অভিষেক হওয়া পান্ডে এখন পর্যন্ত ভারতীয় দলের হয়ে ২৩টি ওয়ান ডে এবং ২৮টি টি-২০ ম্যাচ খেলেছেন৷ ওয়ান ডে ক্রিকেটে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি রয়েছে পান্ডের ঝুলিতে৷ টিম ইন্ডিয়ার হয়ে শেষবার ওয়ান ডে খেলেছেন গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে৷ আর টি-২০ ম্যাচ খেলে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ সদ্যসমাপ্ত ক্যারিবিয়ান সফরে ভারত-এ দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন মনীশ পান্ডে৷ ৮৭ বলে কর্নাটকের এই ডানহাতি ব্যাটিং দাপটে তিন ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ-এ দলকে হোয়াইটওয়াশ করে ভারতে।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে যাওয়ার পর বিসিসিআই টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে পান্ডে জানান, ‘আমার একটাই লক্ষ্য ধারাবাহিকভাব রান করে ফের জাতীয় দলে জায়গাটা ফিরে পাওয়া৷ আইপিএলে পারফর্ম করার পর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে আমার এই ফর্ম আশা করি সাহায্য করবে৷ তবে আমি চলতি টুর্নামেন্টেই ফোকাস করতে চাই৷’
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানদের ১৪৮ রানে হারায় ভারত-এ৷ টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে ভারতীয় দল৷ অধিনায়কোচিত শতরান করেন পান্ডে৷ অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ওপেনার শুভমন গিল৷ ৮৭ বলের ইনিংসে পাঁচটি ছয় ও ছ’টি বাউন্ডারি মারেন মনীশ৷ রান তাড়া করতে নেমে ১৪৭ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজে।