উত্তর প্রদেশে ১০ আদিবাসী হত্যার ঘটনার প্রতিবাদে মমতার নির্দেশে সোনভদ্রের ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েনের নেতৃত্বে আগামীকাল অর্থাৎ ২০ শে জুলাই শনিবার সকালে তৃণমূলের এক প্রতিনিধি দল উত্তর প্রদেশের সোনভদ্রে যাবে।
জানা গেছে ডেরেক ছাড়াও এই প্রতিনিধি দলে থাকবেন সাংসদ সুনীল মণ্ডল, আবীররঞ্জন বিশ্বাস এবং প্রাক্তন সাংসদ উমা সোরেন। শনিবার সকালে বারাণসী বিমানবন্দর থেকে সোজা তাদের প্রতিনিধি দল চলে যাবে সোনভদ্রের উভা গ্রামে। সেখানে গিয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল।
যোগী পরিচালিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বারবার মুখ খুলে বিজেপি এবং কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উত্তর প্রদেশেই ঘটে গেল আদিবাসীদের গণহত্যার ঘটনা। জমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর নির্বিচারে গুলি চালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।
এই ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবারই গভীর উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে সরব হওয়ার জন্য কথা বলেন সংসদীয় দলের সঙ্গে। দলের সাংসদদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শুক্রবারই বিষয়টি নিয়ে সংসদে সরব হতে। শুক্রবার অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সোনভদ্রের ঘটনার কথা তোলেন। তার পরই ঠিক হয় শনিবার তৃণমূলের এক প্রতিনিধি দল যাবে সোনভদ্রের ঘটনাস্থলে।