শাসকদলের শিবিরে যোগদানের জোয়ার লেগেছে। সামনেই ২১ জুলাই আর তার আগে এই যোগদান বেশ তাৎপর্য মনে করা হচ্ছে। শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। বৃহস্পতিবার প্রাচীন মায়াপুর এলাকায় এই যোগদান পর্ব চলে।
নতুন সদস্যদের হাতে দলীয়পতাকা তুলে দিয়ে এক সংঘবদ্ধ রাজনীতির আহ্বান দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয়কৃষ্ণ সাহা। এই যোগদান থেকে স্পষ্ট ধারণা হচ্ছে বাংলার সাধারণ মানুষ তাদের মা-মাটি-মানুষের সরকারের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন। আরো মানুষ অন্য শিবির ছেড়ে শাসকদলের শিবিরে অংশ নেবেন বলে আশাবাদী তৃণমূল নেতা।
এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক, কাউন্সিলার মিহিরকান্তি পাল,শীলা সাহা প্রমুখ। সদ্য তৃণমূলে যোগদানকারী দিলীপ সাহা জানান, বিজেপির মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ এবং প্রতিদিন নিজেদের মধ্যে মারামারি। সেকারণেই উন্নয়নের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁরা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী কাজই মানুষের মধ্যে বিশ্বাস জাগাচ্ছে।এই যোগদান শুধুমাত্র এই শতাধিক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের সাথে এদের সংগঠনের মানুষগুলি মনে-প্রাণে তৃণমূল সরকারের সাথে যুক্ত হল।