সবাইকে পিছনে ফেলে ট্র্যাকে ঝড় তুললেন বাংলার সোনার মেয়ে হিমা। এই নিয়ে মাত্র ১৫ দিনে চার চারটি সোনা জিতে নিলেন অসমের ‘ঢিং এক্সপ্রেস’ হিমা দাস। বুধবার চেক প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার রেসে সোনা ছিনিয়ে নিয়ে সব চেয়ে এগিয়ে দিলেন ভারতের নাম। ২ জুলাই থেকে ধরলে ১৯ বছর বয়সি হিমার এটা চতুর্থ সোনা জয়।
কিন্তু দেশ থেকে অনেক দূরে, একের পর এক সোনা জিতে যখন বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করছেন হিমা দাস, তখনই ভয়াবহ বন্যায় বিধ্বস্ত তাঁর নিজের রাজ্য আসাম। তাই এ সব কিছুর পাশাপাশি, একের পর এক সোনা জয়ের গৌরবে দেশকে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজের ভূমিরাজ্য আসাম।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মী হিমা ইতিমধ্যেই তাঁর বেতনের অর্ধেক অংশ দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। টুইট করেও তিনি সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি। তিনি লেখেন, “আমাদের রাজ্য আসামে ভয়ঙ্কর বন্যা হচ্ছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলাই আক্রান্ত। আমি বড় কর্পোরেটের পাশাপাশি ব্যক্তি বিশেষের কাছেও সাহায্য করার জন্য আবেদন করছি। দয়া করে এই অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান।”