লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই উত্তাল হয়ে আছে রাজ্য। একের পর এক জায়গায় তান্ডব চালাচ্ছে গেরুয়া শিবিরের গুন্ডাবাহিনী। আক্রান্ত হচ্ছে রাজ্যের শাসকদলের নেতা কর্মীরা। এইদিন ভরদুপুরে আরও একবার আক্রান্তের শিকার হল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বড়জোড়ায় ভরদুপুরে পার্টি অফিসে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত ১৫ জন। সকলেই ভরতি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
রবিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। এই সভাকে ঘিরে জেলায় জেলায় দলের কর্মীদের প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়ার পখন্যা অঞ্চলে দলের কার্যালয়ে বৈঠক করছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগ, বৈঠক চলাকালীন লাঠি-বল্লম-রড নিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালায় একদল দুষ্কৃতী। পার্টি অফিসে চলে তাণ্ডব, বেধড়ক মারধর করা তৃণমূল কংগ্রেস কর্মীদের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন। সকলেই ভরতি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।
কিন্তু, ভরদুপুরে বড়জোড়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কারা হামলা চালাল? অভিযোগের তির বিজেপির দিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার খবর পেয়ে যখন পুলিশ এলাকায় পৌঁছায়, তখন পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মৃদু লাঠিচার্জও করে বলে অভিযোগ।