বনগাঁ কান্ডে এবার মুখ খুললেন বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বললেন, “বনগাঁর কাউন্সিলরদের কি কোনও নীতি আছে? বনগাঁর সব বিজেপি কাউন্সিলররা বনগাঁর বাইরে। খোঁজ নিয়ে দেখুন তাঁরা পার্কস্ট্রিট. বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের হোটেলে দিন কাটাচ্ছেন। মানুষের কাছে যাওয়ার ওঁদের সাহস নেই।”
তিনি সরাসরি বলেন, “ বনগাঁর বিজেপির কাউন্সিলররা পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কলকাতার হোটেলে হোটেলে থেকে বেড়াচ্ছেন। তাঁরা পাড়ায় যেতে পারছেন না। কারণ পা়ডায় জনরোষ তৈরি হয়েছে। একজন কাউন্সিলরও বনগাঁ নেই। সবাই বাইরে। ” বিজেপিকে তাঁর কটাক্ষ, “বিজেপির নীতিবোধ কোথায় আছে? যে বলছে শঙ্কর আঢ্য খুনের আসামি, সেই কিন্তু খুনের আসামি।”
আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে খাদ্যদফতরের তরফে ভাটপাড়ার দুর্গতদের ত্রাণ দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে বনগাঁর বিজেপির কাউন্সিলরদের প্রসঙ্গে পরোক্ষভাবে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “যাঁরা মন্ত্রী হয়েছি, আমাদের কোনও নীতিবোধ আছে? আমি একটি দল থেকে জিতলাম, আরেকটি দলে চলে গেলাম। আমি পাড়ার লোকেদের কাছে কেন যাচ্ছি না, আমি ১নম্বর ওয়ার্ড থেকে জিতেছি, সেখানকার মানুষের সঙ্গে কেন যোগাযোগ করছি না। আমি মানুষের কাছে গিয়েই বলি না, যে আমি ছিলাম তৃণমূল, হয়েছি বিজেপি, তোমরা কী সমর্থন করছো আমাকে? তা যাওয়ার সাহস নেই বনগাঁর কাউন্সিলরদের। তাই তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন”।
ভাটপাড়ায় বিগত বেশ কয়েকদিন ধরে যে সন্ত্রাস চলছে আজ সেই প্রসঙ্গেও মুখ খোলেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, “ ভাটপাড়ায় যে পরিস্থিতি হয়ে আছে তাতে আমি ভীষণ উদ্বিগ্ন”। তিনি আরও বলেন, “ভাটপাড়ার সব ধরণের অশান্তির জন্য সাংসদ দায়ী।”