কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন কলকারখানা বিলগ্নীকরণের প্রতিবাদে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে পশ্চিম বর্ধমানের জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছে তৃণমূল। কর্মীদের চাঙ্গা করা এবং জনসংযোগের সঙ্গে যোগাযোগের উন্নতি এহেন জোড়া উদ্দেশ্য সফল করতে নিজের বিধানসভা কেন্দ্র নাদনঘাটের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
এই কর্মসূচিতে বৃষ্টি-বাদলা উপেক্ষা করে মানুষের স্বতঃস্ফূর্ত হাজিরা লক্ষ্য করা যাচ্ছে। তাতে আপ্লুত স্বপনবাবু জানালেন, “ শুধু কাঁচড়াপাড়া, হালিশহর পুরসভা বা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ নয়, গোটা বাংলাতেই বিজেপিকে ঘিরে মানুষের মোহভঙ্গ হয়েছে। আমাদের কর্মসুচিতে মানুষের এই অংশগ্রহণই তা বুঝিয়ে দিচ্ছে”।
নাদনঘাট, জাহাননগর, শ্রীরামপুর-সহ জনসংযোগ যাত্রা যে পথে শামিল হয়েছে সেই সব পথের বিভিন্ন জায়গায় সভা করে স্বপন বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কর্মসূচী এবং বিজেপির জনস্বার্থ বিরোধী পদক্ষেপগুলির ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, “আমাদের সরকার চাকরির শূন্যপদ পূরণ, রাস্তা-বাঁধ সংস্কার ইত্যাদি বিভিন্ন মানবিক কাজ করছে আর অন্যদিকে কেন্দ্রের বিভিন্ন ভুল পদক্ষেপে মানুষের হাল ক্রমশ খারাপ হচ্ছে”।
রাস্তাই যে রাস্তা তা দলের নেতা কর্মীদের মধ্যে ভালোভাবে গেঁথে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে স্বপনবাবু বললেন, “ ধর্মের নামে একটা ভোট হয়। কিন্তু পরপর ভালো ফল করতে গেলে মানুষের জন্যে কাজ করতে হয়। যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। অল্প সময়েই পূর্ব বর্ধমানে যেভাবে ফের নিজেদের সংগঠনকে চাঙ্গা করে ফেলেছে তৃণমূল তাতে বিস্মিত স্বয়ং বিজেপিও।