ভোটের আগে থেকে কাঁকিনাড়ায় যে রাজনৈতিক হিংসার আগুন লাগিয়েছিল গেরুয়া শিবির তা এখনও অব্যাহত। এখনও মাঝে মাঝেই রেল অবরোধ, বোমাবাজি, মারধর চলে ভাটপাড়ায়। যার জেরে ব্যাহত হয় সাধারণ মানুষের জীবনযাত্রা। গতকাল রাতে ফের কাঁকিনাড়ায় বোমাবাজির জেরে প্রাণ হারালেন এক সাধারণ মানুষ। গ্রেফতার ৫।
গতকাল রাতে ফের অশান্ত হয়ে ওঠে কাঁকিনাড়া। রামনগর কলোনি এলাকায় হঠাৎ পরপর বোমা ফাটে। বোমার স্প্লিন্টারে গুরুতর আহত হন বিশু সরকার। আহত হন আরও দুজন। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকেভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।
ঘটনায় ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ নাকি, বোমা ছোড়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে বিশু সরকারের। আজ বিকালে দেহ কাঁকিনাড়া নিয়ে যাওয়া হবে। নতুন করে যাতে এলাকায় অশান্তি না ছড়ায়, তাই এখন থেকেই কাঁকিনাড়ার ৩ ও ৫ নম্বর গলিতে রুটমার্চ শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত দুদিনে কাঁকিনাড়া এলাকায় একটি গুজব রটেছিল, যে বিভিন্ন এলাকায় অশান্তি হবে, রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হবে। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দানা বাঁধে। পুলিস এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। এলাকায় সচেতনতা প্রচার করা হয়।