যে বাংলাকে সবসময়ে বঞ্চনা করে থাকে মোদী সরকার, এবার তাকেই দরকার পড়ল কেন্দ্রের। বাংলার প্রাণিসম্পদ দফতরের কাজ ‘মডেল’ হিসাবে গোটা দেশে তুলে ধরতে চায় মোদী সরকার৷ রাজ্যের সহায়তায় যে পক্রিয়ায় বাংলায় পশুপালন চলছে তা খতিয়ে দেখতে রাজ্যে একটি দল পাঠাচ্ছে কেন্দ্র৷
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মাংস রফতানিতে বিপ্লব ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা৷ এরাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আওতায় থাকা ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক কর্পোরেশন যেভাবে হরেক পশুর মাংস উৎপাদনে কৃষকদের সহায়তা করছে, তা ‘মডেল’ হিসাবেই তুলে ধরা হবে৷
হরিণঘাটা মিট’ ব্র্যান্ডের আওতায় মাংস বেচে ইতিমধ্যেই সাড়া ফেলেছে ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক কর্পোরেশন। মুনাফা করার চেয়েও সংস্থার বড় দায়িত্ব কৃষকদের লাভের মুখ দেখানো। সেই কাজে কর্পোরেশন সফল। রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্তারা বলছেন, হুগলি ও নদীয়ায় অন্তত ২২ জন কৃষক বৈজ্ঞানিকভাবে ছাগল প্রতিপালন করছেন, যার মাংস সরাসরি কিনে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক কর্পোরেশন। শূকরের ক্ষেত্রে কৃষকের সংখ্যা ৩০ জনেরও বেশি।ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার বলেন, ‘দিল্লি থেকে আমাদের কাছে জানতে চাওয়া যায়, আমরা কীভাবে কৃষকদের পশুপালনে উৎসাহ দিচ্ছি এবং সরাসরি তাদের থেকে মাংস কিনে নিচ্ছি। প্রাথমিক কথাবার্তা যতটুকু এগিয়েছে, তাতে আমাদের রাজ্যকে অন্য রাজ্যের কাছে মডেল হিসেবে তুলে ধরতে চায় তারা।’