ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, চলতি মাসের শেষে উত্তর ২৪ পরগনা জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তার পরে দক্ষিণ ২৪ পরগনা এবং অন্যান্য জেলায় মুখ্যমন্ত্রী বৈঠক করতে যাবেন বলে প্রশাসনিক কর্তাদের অধিকাংশের অভিমত। লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
লোকসভা ভোটে উত্তর ২৪ পরগণায় বেশ খানিকটা প্রভাব বিস্তার করেছে বিজেপি। ব্যারাকপুর এবং বনগাঁ লোকসভা আসন দুটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে তারা। তবে দমদম, বারাসত এবং বসিরহাট আসন নিজেদের দখলে রাখতে পেরেছে জোড়াফুল শিবির। ভোটের ফল পর্যালোচনা করে ইতিমধ্যেই ওই জেলায় সাংগঠনিক পরিবর্তন করেছেন মমতা। জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক-সহ চার জন নেতার মধ্যে সাংগঠনিক দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি
নবান্ন সূত্রে খবর, আগামী মাসের গোড়ায় মুখ্যমন্ত্রী দুদিনের চেন্নাই সফরেও যেতে পারেন। সূচী অপরিবর্তিত থাকলে ওই সময় স্ট্যালিনের আমন্ত্রণে তামিল নেতা করুণানিধির স্মরণসভায় যোগ দেবেন মমতা। একটি আলোচনা সভাতেও বক্তৃতা করার কথা তাঁর।
