২০২২ কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে শুটিংকে। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে প্রতিযোগিতা বয়কট করার কথা বলা হয়েছিল। তবে, ভারতীয় শুটার হিনা সিধু মনে করেন, প্রতিবাদ করতে গিয়ে যেন অন্য খেলোয়াড়দের উপরে কোনও প্রভাব না পড়ে। এবং তিনি এও মনে করেন, ভারতের ক্ষমতা রয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার।
কমনওয়েলথ গেমসের আয়োজকদের সঙ্গে সহমত নন বিশ্বকাপ ফাইনাল থেকে ভারতকে সোনা এনে দেওয়া দেশের প্রথম পিস্তল শুটার হিনা। বয়কট এই সমস্যার কতটা সমাধান করতে পারে এই প্রশ্নের উত্তরে হিনা বলেছেন, “শুটিং ছাড়া অন্য খেলোয়াড়দের যেন এর জন্য ভুগতে না হয়, সেটা দেখতে হবে। তারা যেন কমনওয়েলথ গেমসে যোগ দিতে পারে। তবে আমার মনে হয়, একসঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে”।
যে কারণ দেখিয়ে শুটিংকে প্রতিযোগিতায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও মেনে নেওয়া যাচ্ছে না। বলা হয়েছে শুটিং রেঞ্জ নিয়ে সমস্যা হচ্ছে। তা হলে অস্থায়ী শুটিং রেঞ্জ করা হোক। শুটিংকে রাখা হয়নি প্রতিযোগিতায়, অথচ মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট রয়েছে। বলা হয়েছে লিঙ্গ বৈষম্য দূর করার কথা ভেবেই এই সিদ্ধান্ত। তা হলে পুরুষদের ক্রিকেট রাখা হল না কেন? প্রশ্ন হিনার। কমনওয়েলথ গেমস থেকে সরলেও ২০২৮ লস অ্যাঞ্জেলিস অলিম্পিক্স পর্যন্ত শুটিংয়ের থাকা নিশ্চিত। যা স্বস্তিতে রাখছে হিনাকে।