ভূ-ভারতে এমনটা কেউ কোনওদিন শুনেছে কিনা সন্দেহ। যান্ত্রিক ত্রুটি বা যাত্রী বিক্ষোভের জেরে ট্রেনের দেরি হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু মোটরম্যানের প্রস্রাব জন্য ট্রেন দেরিতে ছাড়া! বুধবার এমন ঘটনারই সাক্ষী থাকল মুম্বইয়ের একটি ট্রেনের যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য ট্রেন থামিয়ে লাইনেই দাঁড়িয়ে পড়লেন রেলকর্মী। কীর্তিমানের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দেশের অন্যতম ব্যস্ত রেলপথ মুম্বইয়ে। এর সাহায্যেই হাজার হাজার মানুষ নিত্যদিন কর্মক্ষেত্রে যাতায়াত করেন। এমন ব্যস্ততম যাত্রাপথে এহেন ঘটনা মানতে পারছে না অনেকেই। রেল যে বিষয়টিকে লঘু করবে, তারও কোনও উপায় নেই। কারণ ভিডিওয় স্পষ্ট দেখা গিয়েছে, মোটরম্যান ট্রেন থামিয়ে লাফ দিয়ে ট্রেন থেকে নামলেন। তারপর ট্রেনের সামনে লাইনের মধ্যেই শুরু করে দিলেন প্রস্রাব। কাজ শেষ করে আবার লাফিয়ে ট্রেনে উঠলেন। ছেড়ে দিল ট্রেন। ভিডিওয় জুম করে মোটরম্যানের কুকীর্তি দেখানো হয়েছে। ফলে সন্দেহের কোনও অবকাশই নেই।
গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে রেল কর্তৃপক্ষ। রেলকর্তারা জানিয়েছেন, সাধারণত দূরের যাত্রার সময় মোটরম্যানদের সমস্ত কাজ সেরে নেওয়ার জন্য খানিকটা সময় দেওয়া হয়। সেক্ষেত্রে এমন ঘটনা ঘটা উচিত নয়।