আষাঢ় ফুরিয়ে গেলেও তেমন ভাবে দেখা নেই ইলিশের। প্রতি বছরের মতো এ বারেও ইলিশের খোঁজে বেরিয়ে পড়েছে মেছো ট্রলার। কিন্তু বাঙালি পাতে তুলে দেবার মতো আশানুরূপ ইলিশের সন্ধান পাচ্ছেন না তারা। আর বাজারে যে গোটাকতক ইলিশ বরফের চাইয়ের তলায় চাপা পড়া আছে, সেগুলোর দিকে হাত বাড়ানো দায়।
যদিও গুটি কয়েক ইলিশের দিকে তাকিয়ে, চকচকে আঁশের টানে এগিয়ে আসছেন দু-একজন খরিদ্দার। কিন্তু দাম শুনে ছিটকে যাচ্ছেন। তেমনই এক ক্রেতা সনাতন মণ্ডল বলছেন, “বাজারে এলে মন ইলিশের খোঁজে ফেরে। কিন্তু যা দাম। কবে যে সাধ্যের মধ্যে তার দেখা পাব কে জানে!”
এক ব্যবসায়ী তারক হালদার বলেন, ‘‘অন্য বছর এই সময় ইলিশের ব্যাপক আমদানি হয়। ফলে দাম অনেক কম থাকে। তা ছাড়া অনেকে স্টোরের ইলিশ খেতে চান না। এ বার তাই সব মিলিয়ে ইলিশের বাজার খুব খারাপ।” আর এক মাছ ব্যবসায়ী সোনা হালদার বলছেন, “প্রতি বছর এই সময়টা ইলিশ বেচে কিছু লাভের মুখ দেখি। কিন্তু এ বার মন্দা চলছে।
ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, কোল্ড স্টোরেজে কিছু মাছ রয়েছে। কিন্তু তার দাম বেশ চড়া। ৪০০-৫০০ গ্রামের ইলিশের দাম ৬০০ টাকা প্রতি কিলোগ্রাম। ৬০০- ৭০০ গ্রামের দাম ৮০০ থেকে ৯০০ টাকা প্রতি কিলোগ্রাম। আর ইলিশের ওজন এক কিলোগ্রাম ছাড়ালে দাম বারশো থেকে দেড় হাজার টাকা। কোনটার দাম আবার আঠারোশো টাকা। তাই ইলিশের দিকে হাত বাড়াতে গেলে সাধারণ মানুষ একবার ভাবছেন।