কিছুদিন আগেই এনআরএস হাসপাতালে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা বাংলা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটেছিল সবকিছু। কিছু দিন যেতে না যেতেই ফের রোগীর আত্মীয়দের তান্ডব চলল এসএসকেএম হাসপাতালে। রোগীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে নিরাপত্তারক্ষীকে মারধর করলেন তাঁর পরিজনেরা।
বৃহস্পতিবার সকাল থেকেই ধুন্ধুমার এসএসকেএম হাসপাতাল৷ ট্রলি না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠল৷ রোগী মৃত্যুতে সংঘর্ষে জড়িয়ে পড়ে রোগীর আত্মীয়রা ও নিরাপত্তারক্ষীরা৷ নিরাপত্তারক্ষীকে রোগীর পরিবারের লোকজন চড় মারে বলে অভিযোগ৷ মারধরে কান ফেটে যায় ওই নিরাপত্তারক্ষীর।
ঘটনাস্থলে পুলিস পৌঁছে রোগীর পরিবারের দুজনকে আটক করেছে। আক্রান্ত নিরাপত্তারক্ষীর চিকিৎসা চলছে এসএসকেএম–এ। রোগীর পরিবারের পাল্টা অভিযোগ, সময়মতো স্ট্রেচার না পাওয়ায় ওই রোগীকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া যায়নি। তার ফলে তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সহকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনার বিহিত দাবি করে হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।