এখনও কাটেনি বিশ্বকাপের ব্যর্থতার রেশ। তার মধ্যে ভারতীয় ক্রিকেটের অন্দরে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু প্রশ্ন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে।মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন, নাকি খেলা চালিয়ে যাবেন?নতুন কেউ কোচ হবেন, নাকি রবি শাস্ত্রীকেই রেখে দেওয়া হবে?ভবিষ্যতে জোড়া ক্যাপ্টেন থিওরিতে কি চলবে ভারতীয় ক্রিকেট? আপাতত ভারতীয় টিমে ধোনির ভবিষ্যৎ নিয়েই যত আলোচনা। কাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টিম নির্বাচন। শুরুতেই টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ। সেখানে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি আর জশপ্রীত বুমরাকে। তাঁরা যোগ দেবেন সফরের শেষে টেস্ট সিরিজে। এখন প্রশ্ন হল ধোনির কী হবে? তিনটে সম্ভাবনা ছিলই। এক, নির্বাচকরা সরাসরি ধোনিকে বাদ দেবেন। কিন্তু বলা হবে, বিশ্রাম দেওয়া হল। দুই, ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন। তিন, ধোনি এই সিরিজে না খেললেও ভবিষ্যতে খেলবেন। লক্ষ্য, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ধোনি ভারতের জার্সি গায়ে নিজের জীবনের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, তা নিয়ে কেউ ফলাও করে কিছু বলতে পারছেন না। কারণ তাঁর নাম এমএস ধোনি। বোর্ড কর্তারা পর্যন্ত তাঁকে নিয়ে বলেন, ‘ধোনি কখন যে কী করবে, কেউ জানে না।’ বিশ্বকাপ পরবর্তী সময়ে ধোনির সঙ্গে বোর্ডের কোনও শীর্ষ কর্তা বা নির্বাচকদের এ নিয়ে কোনও কথা হয়েছে কি না, সেটাও পরিষ্কার নয়। কারণ কেউই ধোনি ইস্যুতে সরকারী ভাবে মুখ খুলছেন না। তবে হরেকরকম জল্পনা ছড়াচ্ছে।
এর সঙ্গে আবার নতুন এক সম্ভাবনা যোগ হয়েছে। এক বোর্ড কর্তা জানিয়েছেন, টিমের মধ্যে ধোনিকে দেখা যাবে এক নতুন ভূমিকায়। সেটা কী? যা জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে মোটেই ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসেবে যোগ দেবেন না ধোনি। প্রথম কিপার হিসেবে থাকবেন ঋষভ পন্থই। আপাতত সামনের কোনও সিরিজে প্রথম এগারোয় উইকেটকিপার হিসেবে খেলবেন না ধোনি। তবে থাকবেন স্কোয়াডে। ভারতীয় ক্রিকেটের এই সন্ধিক্ষণে ঋষভ পন্থের মেন্টর হিসেবে ধোনিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ থাকাকালীন হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন ধোনি। দ্বিতীয় থেকে এক নম্বর কিপার হিসেবে তারপর থেকে খেলতে থাকেন ঋদ্ধিমান সাহা। পরে ধোনিই বলেছিলেন, ‘যখন বুঝেছিলাম, ঋদ্ধিমান সাহা ধারাবাহিক ভাবে টেস্টে কিপারের দায়িত্ব নিতে প্রস্তুত, তখন সরে দাঁড়াই।’ এ বারও তেমন কিছু রয়েছে ধোনির মনে? তাঁর ক্রিকেট জীবন যে পথেই যাক, যার প্রাথমিক আভাস পাওয়া যেতে পারে শুক্রবারের টিম নির্বাচনের মধ্যেই।
বিরাট না থাকায় কাল রোহিত শর্মাকেই ক্যাপ্টেন বেছে নিতে চলেছেন নির্বাচকরা। অবশ্য কেউ কেউ মনে করছেন, বিশ্বকাপের ব্যর্থতার জেরে বিশ্রাম থাকা সত্ত্বেও নিজের উদ্যোগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে খেলতে যেতে পারেন বিরাট। আবার ভবিষ্যতে বিরাট ও রোহিতকে নিয়ে আলাদা ফর্ম্যাটে আলাদা ক্যাপ্টেন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। অবশ্য এ সব ছাপিয়ে ভারতীয় ক্রিকেটে এখন শুধুই ধোনিকে নিয়ে রহস্য।