দাউদ ইব্রাহিমের ভাইপো ইব্রাহিম কাইসারের গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে এইদিন সকাল থেকে উত্তেজনা তৈরি হয়। মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে। ডি কোম্পানি প্রধান দাউদের ভাই ইকবাল কাসকারের ছেলে এই রিজওয়ান। তাকে কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ। আপাতত তাকে জেরা করছে মুম্বই পুলিশের অ্যান্টি এক্সটরশন সেল।
ইকবাল কাসকার বর্তমানে থানের জেলে বন্দি। ইকাবালের সঙ্গে দেখা করা জন্য দিন দুয়েক আগেই থানের জেলে এসেছিল দাউদের আরও ২ ভাইপো। দাউদের নেটওয়ার্কে ওপরে কয়েকদিন ধরেই নজর রাখছে পুলিশ। কয়েকদিন আগেই দাউদের গ্যাংয়ের সদস্য ফাহিমের ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রেজাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ফাহিমকে জেরা করেই বেরিয়ে আসে রিজওয়ানের নাম।
মুম্বই পুলিস সূত্রে খবর, রিজওয়ানের নাম পেতেই জাল পাতে পুলিস। তার পরেই বুধবার রাতে মুম্বই বিমান বন্দরে গ্রেফতার করা হয়ে রিজওয়ানকে। পুলিশের দাবি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল রিজওয়ান। তবে এইবার পুলিশের জালে ধরা পড়লেন তিনি।