ভারতীয় দলের নতুন কোচিং স্টাফ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিসিসিআই। আর সেই কারণে ক্রিকেট দুনিয়ায় জোর গুঞ্জন, নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপের সেমি-ফাইনালে হারের পর কি রবি শাস্ত্রীকে সরিয়ে দেওয়া হবে? তবে বুধবার বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা যা জানিয়েছেন, তা শুনে মনে হচ্ছে না এত সহজে কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরানো হবে। আরও এক টার্ম তিনি বিরাট কোহলিদের হেড স্যারের দায়িত্ব সামলাবেন। কারণ, বিরাট কোহলি সহ ভারতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার শাস্ত্রীর কোচিং স্টাইলে খুশি। তাঁরাই বিসিসিআই কর্তাদের কাছে শাস্ত্রীর ব্যাপারে সওয়াল করেছেন। ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব দিতে চাইছে প্রশাসক কমিটি।
বিশ্বকাপের পর আরও ৪৫ দিন ভারতীয় দলের দায়িত্ব থাকবে রবি শাস্ত্রী অ্যান্ড কোং-এর হাতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দল নিয়ে তাঁরাই যাবেন। ইতিমধ্যেই ভারতীয় বোর্ড নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছেন। জমা পড়তে শুরু করেছে আবেদনও। তবে রবি শাস্ত্রীদের নতুন করে আবেদন করতে হবে না। তাঁদের নিয়ে সিদ্ধান্ত নেবে তিন জনকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি। এই কমিটির প্রধান কপিল দেব। বাকি দু’জন হলেন অংশুমান গায়কোয়ার এবং সান্থা রঙ্গস্বামী।
নিয়ম অনুযায়ী যদিও শাস্ত্রীদের ফের জন্য আবেদন জানাতে হবে। সেই আবেদন সরাসরি সিলেকশনের জন্য মান্যতা পাবে, তাঁরা এই মুহূর্তে এই কাজে নিযুক্ত রয়েছেন বলে। যদিও বিসিসিআই নতুন কোচের জন্য নোটিস পেশ করেছে। তাদের নোটিস অনুযায়ী হেড কোচের বয়স হতে হবে অনূর্ধ্ব ৬০। থাকতে হবে নিদেন পক্ষে দুই বছর কোনও টেস্ট খেলা দেশের হয়ে খেলার অভিজ্ঞতা। খেলতে হবে অন্তত ৩০টি টেস্ট ম্যাচ অথবা ৫০টি একদিনের ম্যাচ।
এই মুহূর্তে কোচ রবি শাস্ত্রীকে নিয়ে যথেষ্ট খুশি এই কমিটি। সৌরভদের ছেড়ে যাওয়া পদে এখন কপিলদেব নিখাঞ্জদের এই কমিটি। ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররাও শাস্ত্রীকে নিয়ে সন্তুষ্ট। শাস্ত্রীর পক্ষে কথা বলছে তাঁর রেকর্ডও। ২০১৭ সালে দ্বিতীয় বার ভারতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি সফল হন টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দেশকে প্রথম সিরিজ জয় এনে দিতে। জয় আসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে। বিশ্বকাপেও লিগে সবার ওপরে শেষ করে ভারত। তাঁর এই রেকর্ড অগ্রাহ্য করা যাবে না। যাবে না ভারতীয় দলের ফিটনেসের উন্নতিকেও। কারণ রবি শাস্ত্রীর সময়েই ভারতীয় দলে এই উন্নতি এসেছে।
বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রী সহ ভারতীয় দলের বাকি কোচেদের চুক্তি ছিল বিসিসিআইয়ের সঙ্গে। কিন্তু সেটা আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘টিম ইন্ডিয়া’ খেলবে টি-২০, ওয়ান ডে এবং টেস্ট সিরিজ। এই সফরে ভারতীয় দল যদি খারাপ পারফর্ম করে, তাহলে রবি শাস্ত্রীদের চুক্তির মেয়াদ হয়তো আর বাড়াতে রাজি হবে না সিওএ। সেক্ষেত্রে নতুন হেড কোচ বেছে নেবে ক্রিকেট পরামর্শদাতা কমিটি।