সাধারণ মানুষের গাড়ির রেজিস্টেশন এবং ড্রাইভিং লাইসেন্সের ডেটা বেসরকারি ও সরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে মোদী সরকার। এজন্য ৬৫ কোটি টাকায় নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন খোদ কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গাডকরী।
রাজ্যসভায় কংগ্রেস সাংসদ হুসেন দালওয়াইয়ের প্রশ্নের জবাবে গাডকরী বলেন, ‘কোনও প্রতিষ্ঠান একগুচ্ছ ডেটা পেতে চাইলে চলতি আর্থিক বর্ষে ৩ কোটি টাকা দিতে হবে। বাহন এবং সারথী ডেটাবেস সরবরাহ করে সরকারের আয় এখনও পর্যন্ত ৬৫ কোটি টাকা আয় হয়েছে। মোট ৮৭টি বেসরকারি সংস্থা ও ৩২টি সরকারি সংস্থাকে এই তথ্য বিক্রি করা হয়েছে। তবে গড়কড়ি আরও জানান, বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ির তথ্যই জানতে চাওয়া হয়েছে। গাড়ির মডেল, রং, বসার জায়গা, চেসিস নম্বর, বিমা সংস্থার ব্যাপারে তথ্য জানতে চাওয়া হয়েছে। খুব কম ক্ষেত্রে চালকের সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে।’
এমন ঘটনায় ক্ষুব্ধ বিরোধীরা। টাকার বিনিময়ে এভাবে কারও ব্যক্তিগত তথ্য কোনও সংস্থার হাতে তুলে দেওয়া বেআইনি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, এ ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেল এই সরকারের হাতে আধার কার্ডের তথ্যও সুরক্ষিত নয়। এর ফলে তথ্য গোপনীয়তা আইন আনার দাবি আরও জোরালো হল বলে মনে করছে রাজনৈতিক মহল।