পূর্ব বর্ধমান জেলায় জোর কদমে চলছে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি। এই জেলায় মোট ১৮টি ব্লক ও ৫টি পুরসভা রয়েছে। প্রতিটি ব্লক ও পুরসভার নেতৃত্বকে একুশের সভায় অন্তত ৫ হাজার লোক নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করল জেলা তৃণমূল। সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, “একুশে জুলাইয়ের সমর্থনে জেলাজুড়ে আমাদের বিধায়ক, ব্লক সভাপতি থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব ইতিমধ্যেই নিজের নিজের এলাকায় সভা, মিছিল–সহ নানা কর্মসূচি পালন করছেন। সেগুলিতে ভিড়ও হচ্ছে ভালই। আমাদের জেলা থেকে একুশে জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে এক লক্ষ মানুষ যাবেন”।
পূর্ব বর্ধমানে লোকসভা ভোটের ফল ভাল হলেও পশ্চিম বর্ধমানের দুটি আসনেই (বর্ধমান–দুর্গাপুর ও আসানসোল) হেরেছে তৃণমূল। তাই সেখানে ঘুরে দাঁড়াতে জোড়া হাতিয়ার তৃণমূলের। এক, একুশের সভার প্রস্তুতি আর দুই, কেন্দ্র সরকারের কলকারখানা বিলগ্নিকরণের প্রতিবাদে নানা কর্মসূচি। এই জোড়া হাতিয়ারে জনসমর্থনের ভিত জোরাল করাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য।
লক্ষ্যপূরণে পুরসভাগুলির ক্ষেত্রে ওয়ার্ড ধরে ধরে আর ব্লকগুলির ক্ষেত্রে প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে কর্মসূচি চলছে। জেলার ১৭১টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও না–কোনও কর্মসূচি হয়েছে। ঠিক হয়েছে বিভিন্ন স্টেশন লাগোয়া এলাকার সমর্থকরা ট্রেনেই রওনা দেবেন। আর রেল যোগাযোগহীন এলাকার জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে।