যোগী রাজ্যে চলছে অনাচার। কখনও উঠছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তো আবার কখনও উঠছে প্রশাসন বা বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ। উঠেছে মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের ভূমিকা নিয়েও। এইবার সেই রাজ্যেই প্রকাশ্যে চলল গুলির লড়াই। দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব উঠেছে চরমে। ৯ জনের নিহত হয়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সোনধারা জেলায় উব্বাহ গ্রাম।
পুলিশ জানিয়েছে, এদিন মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামে একটি জমিকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় দু’পক্ষই দেশি বন্দুক ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যকে আক্রমণ করে। যার জেরে মুহূর্তের মধ্যে গোটা এলাকা রক্তাক্ত হয়ে ওঠে। দু’দলে প্রায় ১০০ জন করে ছিল বলে সোনধারার জেলাশাসক অঙ্কিত কুমার আগরওয়াল জানিয়েছেন। জখম ব্যক্তিদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হলেও পরে জেলা হাসপাতালে স্থানান্তরীত করা হয়েছে। জখম ব্যক্তিদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
দিনেদুপুরে এলোপাথাড়ি চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে ৩ মহিলা-সহ ৯ জন প্রাণ হারিয়েছেন। জখম আরও অন্তত ২০ জন। এর মধ্যে ২ জনের আঘাত গুরুতর। এই ঘটনা যোগী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একবার প্রশ্নচিহ্ন তুলে দিল। কেন বারবার এইরকম ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে তা নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।