পরিবেশ দূষণ রুখতে যখন একাধিক উদ্যোগ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ঠিক তখনই নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল বিজেপি। চুঁচুড়ায় টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের প্রতিবাদ জানাল গেরুয়া শিবির। আর এই অদ্ভুত প্রতিবাদে আরও বাড়ল বায়ু দূষণের মাত্রা। এমন কান্ডের সমালোচনার ঝড় চারদিকে।
চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায় দূষণের প্রতিবাদ করতে এই কান্ড ঘটিয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা। চুঁচুড়া শহরের ব্যস্ততম স্থান ঘড়ির মোড়। সেখানে বেশ কিছুদিন ধরে একটি আবর্জনার স্তূপে আবর্জনা ফেলা নিয়ে অভিযোগ তুলেছিলেন এলাকার স্থানীয় মানুষরা। দুর্গন্ধে বাড়ির দরজা জানালা বন্ধ রাখতে হত বাসিন্দাদের। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা। আর পরিবেশ রক্ষার জন্য আন্দোলনে একটি অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন চুঁচুড়াবাসী। এ দিনের অবরোধ কর্মসূচিতে টায়ার পোড়ান বিজেপি কর্মীরা। যার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। অসুস্থ হয়ে পড়েন অনেক মানুষ। পরিবেশ রক্ষার আন্দোলনে টায়ার পোড়ানোর ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।
টায়ার পোড়ানোর ফলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ভারী হয়ে ওঠে বাতাস। নিঃশ্বাস নেওয়া দায় হয়ে ওঠে। বিজেপির এই কান্ডজ্ঞানহীনতায় হতবাক এলাকার বাসিন্দারা। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল গেরুয়া শিবিরের নির্বুদ্ধিতাকে।