সরকারি জমি যোগ গুরু বাবা রামদেবকে দিচ্ছে মহারাষ্ট্র সরকার। বাবা রামদেবের পতঞ্জলি সংস্থাকে ৪০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। লাতুরের মারাঠওয়াড়া অঞ্চলের আউসা গ্রামে সরকারি সংস্থা ভেইলের জন্য বরাদ্দ জমি তুলে দেওয়া হচ্ছে পতঞ্জলির হাতে। মহারাষ্ট্রে রয়েছে বিজেপির সরকার।
সূত্রের খবর, গত ২৬ জুন রাজ্য সরকার বাবা রামদেবের জন্য লাটুর জেলায় একটি অব্যবহৃত জমি বরাদ্দ করেছে। প্রায় এক দশক আগে ৪০০ একর জমিটি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেইল) এর জন্য বরাদ্দ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বিলাসরাও দেশমুখ। কিন্তু এই জমিটিতে ভেল আজ অবধি কোনও কারখানা তৈরি করেনি। জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তাই এবার বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির জন্য এই জমিটি বরাদ্দ করেছে মহারাষ্ট্র সরকার।
প্রসঙ্গত, পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার প্রতিষ্ঠাতা বাবা রামদেব। মহারাষ্ট্রের বিজেপি সরকার চাইছে এই ৪০০ একর জমিতে পতঞ্জলির কারখানা তৈরি হোক। সরকারি সূত্রে বলা হয়েছে, ‘পতঞ্জলির কোন দ্রব্য তৈরি হবে তা নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হয়নি। তবে সয়াবিনের চাষ হতে পারে। কারখানা তো হবেই। লাটুরে সয়াবিনের ভাল চাহিদা রয়েছে।’
পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থা তৈরি হয় ২০০৬ সালে। ইতিমধ্যেই ৯০০–র বেশি দ্রব্য তৈরি করেছে সংস্থাটি। যার মধ্যে প্রসাধনী দ্রব্য ছাড়াও খাদ্যদ্রব্যও রয়েছে। সরকারি সংস্থার জন্য নির্দিষ্ট থাকা জমি কেন বাবা রামদেবের সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।