রাজ্যে তারা তৃণমূলকে টক্কর দেবে কী, ব্যাপক গোষ্ঠীকোন্দলে জেরবার খোদ গেরুয়া শিবিরই! মাসখানেক ধরেই ‘পদ্ম’বনের ভিতর ও বাহিরে অন্দরে-অন্দরে এখন লড়াই চলছে ‘আদি’ বিজেপি বনাম ‘নব্য’ বিজেপির। এবার যার শিকার হলেন বিজেপির এক যুব নেতা। হ্যাঁ, এবার বিজেপির ‘আদি’ শিবিরের এক যুব নেতাকে মারধর করে হাসপাতালে ভর্তি করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির নবাগত কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপির আদি কর্মীদের ক্ষোভ ও অসন্তোষ আরও ব্যাপক আকার ধারণ করেছে। নবাগত ওই কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন দলের পুরনো কর্মীরা।
সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর পঞ্চায়েত ভবন সংলগ্ন এলাকায়। আক্রান্ত ওই যুবনেতার নাম বিশ্বজিৎ ভুক্ত। তিনি ৪০ নম্বর জেডপির বিজেপি যুবমোর্চার সভাপতি। বিশ্বজিৎ ছাড়াও মারধর করা হয়েছে ওই জেডপির সাধারণ সম্পাদক জয়ন্ত সাঁতরাকেও। জানা গেছে, বিজেপির পক্ষ থেকে বিভিন্ন পঞ্চায়েতে একাধিক দাবিতে ডেপুটেশন দেওয়ার কাজ চলছে। সেই উপলক্ষে পঞ্চায়েত ভিত্তিক একটি উন্নয়ন কমিটিও তৈরি করা হয়েছে। সেই কমিটি নিয়ে অসন্তোষ ছিল দলের নবাগত শেখ জহিরুল ইসলাম-সহ বেশ কয়েকজনের।
অভিযোগ, গতকাল পঞ্চায়েত ভবন সংলগ্ন এলাকায় জহিরুল ও তাঁর অনুগামীরা দলেরই যুব নেতাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। আক্রান্ত বিশ্বজিৎ ভুক্ত জানান, গলায় গামছা দিয়ে তাঁর গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়। এরপর তাঁর সারা শরীরে আঘাত করা হয়। এমনকী, তাঁর কোমরে পিস্তল ঠেকিয়ে তা চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বিশ্বজিৎ জানান, কোনও রকমে তিনি প্রাণে বেঁচে গেছেন। এরপর স্থানীয় কর্মীরা তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তিনি।