বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনও শেষ হয়নি ফাইনাল নিয়ে বিতর্ক। গত রবিবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারের আগে গাপ্টিলের এক ছয়ে খেলা ফের চলে আসে ইংল্যান্ডের হাতে। প্রশ্ন উঠছে এই ছয় নিয়েই। এই প্রশ্নের উত্তরে প্রথম থেকেই যেভাবে চুপ ছিল আইসিসি নিজেদের সেই অবস্থান থেকে কিছুটা সরে দায়সাড়া উত্তর দিল তারা।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘মাঠে আম্পায়াররা সিদ্ধান্ত নেন নিয়ম মেনেই। তাই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারি না আমরা।’ অর্থাৎ দায় এড়িয়ে গেল আইসিসি। বুঝিয়ে দিল, আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল আগেই বলে দিয়েছিলেন, এক রান অতিরিক্ত পেয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ড ইনিংসের শেষ ওভার করছিলেন ট্রেন্ট বোল্ট। ব্যাট হাতে ছিলেন বেন স্টোকস। একটি শট মেরে দুই রান নিতে যান স্টোকস। কিন্তু দ্বিতীয় রান শেষ করার আগেই মার্টিন গাপটিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে হয়ে যায় চার। নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের পাঁচ রান পাওয়ার কথা। কারণ স্টোকস দ্বিতীয় রান সম্পূর্ণ করেননি। কিন্তু আম্পায়াররা ইংল্যান্ডকে ছয় রান দেন। এই একটি রানই ম্যাচে বিরাট পার্থক্য গড়ে দেয়। যা নিয়ে ম্যাচ শেষ একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার মুখ খুলেছেন। কিউয়ি ক্রিকেটারদের পাশাপাশি, অস্ট্রেলিয়া কিংবা ভারতীয়রাও আইসিসির এই নিয়মে অবাক। বিরক্তও।