বিজেপি–র বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন। মঙ্গলবার কল্যাণীতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করতে এসেছিলেন তৃণমূলের মহাসচিব। সেখানে দলের কর্মী ও নেতাদের উদ্দেশে তিনি বলেন, “শুধু জনসংযোগ আর মিছিল করলেই হবে না। মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। সকলের সঙ্গে কথা বলতে হবে। বুথস্তরে কমিটি গড়ে তুলে প্রতিদিনের পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। সকলের মধ্যে সমন্বয়ও গড়ে তুলতে হবে”। সভায় অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বিধায়ক শঙ্কর সিং, রমেন বিশ্বাস, কল্যাণীর পুরপ্রধান সুশীল তালুকদার। সভা পরিচালনা করেন কল্যাণী শহর সভাপতি অরূপ মুখোপাধ্যায়।
পার্থ এদিন সভা থেকে জানান, “ওরা জাতপাতের রাজনীতি করে ভোট করছে। আবার কয়েকজন দিল্লী গিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চোর চোর বলে চিৎকার করছে, আদতে তারাই যে চোর, সে কথা তো সবাই জানে। এরপর যদি আমাদের কোনও পার্টি অফিস ওরা ভাঙে, তবে প্রথমে বোঝাব, তাতে কাজ না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পার্টি অফিস না থাকলে অন্যেরও পার্টি অফিস থাকবে না। আর বড় ফুলকে যারা ফুঁ দিয়ে ফোলাচ্ছে, তাদেরও মনে রাখতে হবে, এই বেলুন বেশিদিন ফুলে থাকবে না। কিছুদিনের মধ্যেই ফুটো হয়ে যাবে। বেলুন যে ফুটো হবে, তা তো এখনই পরিষ্কার দেখা যাচ্ছে”। অনেকেই ভাবছেন, তৃণমূল থেকে কয়েকজন বিজেপিতে গেছে মানেই তৃণমূল শেষ। তাঁদেরকে পার্থ কড়া ভাষায় জানান, “তৃণমূলে মায়ের আঁচল আছে। সেখানে সকলে নির্ভয়ে থাকতে পারেন। বিজেপির ক্ষমতা নেই তৃণমূলকে ভাঙার”।