বিশ্বকাপ শেষ হয়েছে তিন দিন হতে চলল। তবুও বিশ্বকাপের ফয়সালা নিয়ে খুশি নন সমর্থকরা। বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার টাই হওয়ার পর যেভাবে বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে বিশ্বসেরা ঘোষণা করা হয়েছে, তা নিয়ে সমালোচনা যেন থামতেই চাইছে না। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার, আম আদমি সবাই আইসিসির এই নিয়মের তুলোধনা করেছেন। কিন্তু এরকম পরিস্থিতি হলে কীভাবে সেখান থেকে বেরিয়ে আসা যাবে, তার উপায় বাতলে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর।
ফাইনালের পরেই শচীন বলেছিলেন, “এ ভাবে কোনও দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত নয়। যেখানে দুটো দলই সমান খেলেছে, সেখানে জয়ী ঘোষণা করার জন্য অন্য কোনও পদ্ধতি ভাবা যেতে পারতো।” তারপরেই সংবাদমাধ্যমের সামনে এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। সেখানে লিটল মাস্টার বলেন, “আমার মনে হয়, যদি কখনও ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হয়, সেক্ষেত্রে আবার সুপার ওভার করা উচিত।”
ফুটবলে যেভাবে টাইব্রেকারে ফয়সালা না হওয়া পর্যন্ত পেনাল্টি হতেই থাকে, সেভাবে ক্রিকেটেও ফয়সালা না হওয়া পর্যন্ত সুপার ওভার চলা উচিত, এমনটাই মত প্রকাশ করেছেন শচীন। দরকার পড়লে ২০ ওভারের খেলায় যেমন ১ ওভার সুপার ওভার হয়, ৫০ ওভারের খেলায় সুপার ওভার ২ ওভারের করা যেতে পারে, এমনটাও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে ফয়সালা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
শুধু শচীন নন, এই সুপার ওভার চলতে থাকার পরামর্শ দিয়েছেন শেন ওয়ার্নও। তাঁরও বক্তব্য, যতক্ষণ না এক দল জয়ী হয়, ততক্ষণ সুপার ওভার চলতে থাকা উচিত। আবার অনেকে বলেছেন, এরকম পরিস্থিতি তৈরি হলে দু’দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করতে পারে আইসিসি। আগেও তো সেটা দেখা গেছে।
সবাই এই নিয়মের সমালোচনা করলেও অবশ্য আইসিসির তরফে এই নিয়ে কোনও বক্তব্য রাখা হয়নি। এ বার দেখার সুপার ওভার নিয়ে সমালোচনার মাঝে পড়ে আইসিসি কোনও সিদ্ধান্ত নেয় কিনা।