কখনও আত্মহত্যা, কখনও অগ্নিকান্ড, কখনও যান্ত্রিক গোলযোগ কিছু না কিছু বিভ্রাটে সবসময়েই সংবাদ শিরোনামে কলকাতার মেট্রো। আর বিভ্রাটের এই তালিকায় যুক্ত হচ্ছে দরজায় হাত আটকে সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যু। এত কিছুর পরে অবশেষে টনক নড়ল মেট্রো কর্তৃপক্ষের। এবার থেকে হাত, পা কিংবা ব্যাগ দিয়ে দরজা আটকানোর চেষ্টা করলেই ৫০০ টাকা জরিমানা।
জানা যাচ্ছে, মেট্রোর দরজা বন্ধের সময় জোর করে উঠতে গেলে বড়সড় জরিমানা দিতে হবে৷ সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মাথায় রেখেই এবার মেট্রোর পক্ষ থেকে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মেট্রোর দরজা বন্ধের সময় জোর করে ঢোকার চেষ্টা করলে ৫০০টাকা জরিমানা দিতে হতে পারে৷ ইতিমধ্যে একজনকে এই জরিমানা করাও হয়েছে বলে খবর৷
মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সকল মেট্রো স্টেশনে জানিয়ে দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি স্টেশন ম্যানেজারের ঘর থেকে চলবে নজরদারি৷ এদিকে, পার্ক স্ট্রিটে দুর্ঘটনাস্থলে ফরেন্সিক টিম যাবে বলে জানা যাচ্ছে৷ দুর্ঘটনাগ্রস্ত রেকও পরীক্ষা করবে এই ফরেন্সিক টিম৷
বহু সময়ই দেখা গিয়েছে, মেট্রো দরজার বন্ধ হওয়ার মুখে অনেক যাত্রী লাফিয়ে ট্রেনে উঠছেন। দরজা বন্ধ আটকাতে কেউ হাত, পা বা নিজের ব্যাগটা এগিয়ে দিচ্ছেন। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে এবার কড়া দৃষ্টিপাত করল মেট্রো। উল্লখ্য, মেট্রোর দরজায় সেনসর থাকে। আর সেই কারণেই দরজা বন্ধ হওয়ার সময় কোনওরকম ‘বাধা’ পেলে, আবার তা খুলে যায়। মেট্র্রোর প্রতিটি দরজা ঠিকমতো বন্ধ হওয়ার পরই, তারপর একমাত্র ট্রেন ছাড়ে। এই ‘সুবিধা’ কাজে লাগিয়েই বহু সময় বহু যাত্রীকে একদম শেষ মুহূর্তে দৌড়ে এসে ট্রেনে উঠতে দেখা গিয়েছে।