যে সময়ে বিশ্বকাপ থেকে ভারতের অপ্রত্যাশিত বিদায় নিয়ে গোটা দেশ এখনও শোকে মত্ত সেই সময়েই দেশবাসীর জন্যে গর্বের জন্ম দিচ্ছেন বিজয়বীর সাধু। জার্মানির সুল-এ একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটাচ্ছে বিজয়বীর সিধু। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে সে জিতে নিল তৃতীয় সোনা। এ বার ছেলেদের ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে। বিজয়বীর ছাড়াও এই বিভাগে ভারতীয় দলের অন্য দুই সদস্য রাজকানোয়ার সিংহ সাধু ও আদর্শ সিংহ। অবশ্য আদর্শেরও এটা টুর্নামেন্টে দ্বিতীয় সোনা।
টুর্নামেন্টের তৃতীয় দিনে ভারতই পদক তালিকায় শীর্ষে রয়েছে। মোট ষোলোটি পদক জিতে। যার মধ্যে সোনাই সাতটি। দিনের দ্বিতীয় পদকটি জেতে ১০ মিটার এয়ার রাইফেলের ভারতীয় দল। এই দলে ছিল হৃদয় হাজারিকা, যশ বর্ধন ও পার্থ মাকিজা। হদয়রা পায় রুপো। তাদের সম্মিলিত স্কোর ১৮৭৭.৪। সোনাজয়ী চিনা দলের থেকে যা মাত্র ০.৪ কম স্কোর। ঘটনাচক্র চিন এই বিভাগে জুনিয়র বিশ্বরেকর্ডও করে।