পুলিশই অপহরণকারীর হাতে তুলে দিলেন এক মহিলাকে। এমনই আজব ঘটনা সামনে আশায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে এলাহাবাদে। এলাহাবাদ আদালত চত্বর থেকে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছিল। তবে অপহরণের একদিন পর ওই তরুণীকে ফের অপহরণকারীদের হাতেই তুলে দিল পুলিশ!
প্রসঙ্গত, বাড়ির অমতে ১১ জুলাই বিয়ে করেছিল ওই তরুণী। তারপর থেকেই ক্রমাগত পরিবার থেকে হুমকি আসছিল। তাই নিরাপত্তা চেয়ে সোমবার এলাহাবাদ আদালতের দ্বারস্থ হয় ওই যুগল। কিন্তু অভিযোগ, আদালতে ঢোকার আগেই তরুণীকে অপহরণ করে পরিবারের লোকেরা। তরুণীর স্বামীর অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই ফতেপুর জেলায় তরুণীর খোঁজ পাওয়া যায়। অপহরণের অভিযোগে পুলিশ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে। তার মধ্যে তরুণীর বাবা ও ভাইও রয়েছে। এছাড়া অপহরণের ঘটনায় জড়িত ছিল শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টির নেতা মাতলুব আহমেদ।
জানা গেছে, ওই তরুণীর পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে ওই নেতার। পুলিশকে অভিযুক্তরা জানায়, তরুণী এখনও নাবালিকা। এরপরই পুলিশ ওই তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেয়। তরুণীর সঠিক বয়স জানা যায়নি। তবে ওই তরুণীর স্বামীর দাবি, ১৮ বছর হয়েছে তাঁর স্ত্রীর। আমরোহা জেলার বাসিন্দা ওই তরুণী ১১ জুলাই তাঁর ২৪ বছরের প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ে। ১৪ জুলাই তরুণীর প্রেমিকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করা হয়। তারপরই এই নাটক। আপাতত তরুণী রয়েছে পরিবারের সঙ্গেই। এইভাবে যোগী রাজ্যের প্রশাসনের বেহাল দশায় হতভম্ব ওয়াকিবহাল মহল।