অব্যাহত গেরুয়া সন্ত্রাস। এবার তৃণমূলের দুই কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে৷একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও অন্যজন তৃণমূল কর্মী৷উঠল বোমাবাজি ও ছিনতাইয়ের অভিযোগও৷ তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়৷
হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্ৰাম পঞ্চায়েতের আয়মা পাহাড়পুর গ্রামে ঘটনাটি ঘটে৷ আক্রান্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।।অভিযোগ বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালায় একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী।
নাইটা মালপাহাড়পুর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ মনিরুল জানান, এদিন বাইরে কিছু গুন্ডা ভাড়া করে এনে পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে ভাঙচুর করে বিজেপির লোকজন। তারপর এক পঞ্চায়েত সদসস্যের বাড়িতে হামলা করে। আবার রাতেও তাদের বাড়িতে হামলা, বোমাবাজি হয়। তাদের বাড়িতে থেকে টাকা, গয়না লুঠ করে। বিজেপি আসলে ডাকাত দল, এরা ডাকাতি করতে বেরিয়েছে। আমরা রাতেই থানায় অভিযোগ করেছি।
সূত্রের খবর, প্রথমে তারা নাইটা মাল পাহাড় পুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য রোশনাই বেগমের বাড়িতে আক্রমণ করে বাড়িতে ভাঙচুর চালায়৷ রাতে আবার তার বাড়িতে আক্রমণ করে বোমাবাজি করে এবং লুটপাঠ করে। এরপর সেই দুস্কৃতীরা তৃণমূল নেতা আব্দুল কুরবানের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। সেইসঙ্গে সঞ্জয় বাগ ও রাজেন বাগ নামে ও দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। তাদেরকে তারকেশ্বর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।