মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর থাকে সবদিকে। তাই তাঁর উদ্যোগেই এবার মুছতে চলেছে প্রাথমিক শিক্ষকদের বেতন-বৈষম্য। এসএসকে-এমএসকে এবং অতিথি শিক্ষক সংক্রান্ত জটিলতা কাটানোর পরে এবার প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে উদ্যোগী হল রাজ্য সরকার। খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বেতন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
গতকাল পার্থ জানিয়েছেন, “২১ জুলাইয়ের পর নজরুল মঞ্চে সভা ডেকে প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে বিস্তারিত আলোচনা হবে”। তিনি আরও জানিয়েছেন, “দাবি আদায়ে যে প্রাথমিক শিক্ষকেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাঁরা যদি ছুটি না নিয়ে এই কাজ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদের ছুটি অ্যাডজাস্ট করা হবে না। এই প্রসঙ্গে স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, “ এখন প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক পাশের যোগ্যতায় বেতন পান। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এবং ২ বছরের প্রশিক্ষণ থাকার পর বেতন যা হওয়া উচিত সেই হারেই তা বাড়ানো হবে”। রাজ্য সরকারের এহেন পদক্ষেপ ভীষণ খুশি শিক্ষক মহল।