হাতে মাত্র চার দিন। জোরকদমে প্রস্তুতি চলছে তৃণমূল শিবিরে। এবার তৃণমূলের ‘নতুন লড়াইয়ে’র একুশে জুলাই। লোকসভা নির্বাচনে বেশ খানিকটা ধাক্কা খাওয়ার পর এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বলা যেতে পারে, তৃণমূলের এবারের একুশে জুলাইয়ের মঞ্চ ২১’এর নির্বাচনের স্ট্র্যাটেজি নির্ধারণের প্ল্যাটফর্ম। তাই কোনও খামতিই রাখতে চাইছেন না দলীয় নেতৃত্ব।
কীভাবে সেজে উঠবে একুশে জুলাইয়ের মঞ্চ? তৃণমূল সূত্রের খবর, এবারে তিন ধাপে হবে একুশে জুলাইয়ের মঞ্চ। মূল মঞ্চের তিন ধাপের প্রথমে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় , রাজ্যের মন্ত্রী, সাংসদ-সহ বিশিষ্ট বুদ্ধিজীবীরা। মূল মঞ্চের পাশে একটি ছোটো মঞ্চে স্থানীয় নেতা ও কাউন্সিলররা বসবেন। দ্বিতীয় মঞ্চে দলের সব বিধায়ক, কলকাতা পুরসভার কাউন্সিলররা- সহ দলের উচ্চ পদাধিকারিরা। তৃতীয় মঞ্চে থাকবেন জেলা পরিষদ, পঞ্চায়েতের পদাধিকারিরা। তিন ধাপ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্ত্যব রাখার জন্য থাকছে আলাদা পোডিয়াম।
তিন ধাপ মঞ্চের প্রথম ধাপ হবে ১০ ফুট লম্বা, দৈর্ঘ্য ও প্রস্থ- ৫২/২৪। দ্বিতীয় ধাপ হবে – ১১ ফিট লম্বা, দৈর্ঘ্য ও প্রস্থ- ৩৬/২৪। তৃতীয় ধাপ হবে – ১২ ফুট লম্বা, দৈর্ঘ্য ও প্রস্থ- ৩৬/২০। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা পোডিয়ামের হবে ১২ ফুট লম্বা , দৈর্ঘ্য ও প্রস্থ- ১২/৮। মঞ্চের পিছনে যেখানে বিশাল পোস্টার লাগানো থাকে, সেটার কাঠামোর উচ্চতা ৩৫ ফুট ।
মঞ্চ ধরে রাখার জন্য থাকছে ছোট এবং বড় তিনশোটির মতো লোহার বিম। এছাড়াও থাকছে ১৩০০ মাইক, প্রায় ১০০ বাঁশ, ৫০ বান্ডিল দড়ি, লোহার বিমের উপর বসানোর জন্য প্রায় ১৫০ মতো লোহার চ্যানেল। তার উপর ঢাকার জন্য জোড়া প্লাউডের পাটাতন।