এই মরশুমে মোহন বাগান চার স্প্যানিশ ফুটবলারকে রিক্রুট করেছে। ফ্রান মোরান্তে ও সালভা চামারো গোয়াতে দলের সঙ্গে রয়েছেন। এবার স্কোয়াডের গভীরতা থেকে ভিকুনা মনে করছেন, মোহন বাগানের দল এবার খুব শক্তিশালী। স্প্যানিশ কোচ বলেন, ‘ফ্রান গঞ্জালেজ ও জোসেবা বেইতিয়া এসে যাবে। মাঝমাঠে শিলটন ডি’সিলভা, ইমরান খানের মতো ভালো মিডফিল্ডার রয়েছে। তবে খেলার স্টাইল রপ্ত করাটাই বড় কথা। একটু সময় লাগবে। একেবারে নতুন টিম। শুধু বিদেশি ফুটবলার নয়, আশুতোষ মেহতা, রোমারিও জেসুরাজ, নংডাম্বা নাওরেম, ধনচন্দ্র সিংয়ের মতো ভালো মানের ভারতীয় ফুটবলার রয়েছে। ফলে এক সলিড টিম তৈরি হতে একটু সময় দিতে হবে।’
গোয়ার মাটিতে মোহন বাগানের প্রি-সিজন ক্যাম্প যেভাবে চলছে তাতে দারুণ খুশি কোচ কিবু ভিকুনা। প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে মোহন বাগান ৪-২ গোলে হারিয়েছে সালগাওকরকে। তারপর সেসা ফুটবল আকাদেমির বিরুদ্ধে সবুজ-মেরুন ২-০ গোলে জেতে। সোমবার এক ওয়েবসাইটে ৪৭ বছর বয়সী মোহন বাগানের এই স্প্যানিশ কোচ বলেন, ‘দুটি ম্যাচেই ফুটবলারদের পারফরম্যান্সে আমি খুশি। সালগাওকরের বিরুদ্ধে আমার ফুটবলাররা উইথ দ্য বল খুব ভালো খেলেছে। দুটি ম্যাচেই আমরা একাধিক গোলের সুযোগ তৈরি করেছি। সেসার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে আমরা তুলনায় ভালো খেলেছি। সুবু (সুরাবুদ্দিন মল্লিক) তিনটি গোলের সুযোগ নষ্ট করেছে। প্রথম হাফে মিডফিল্ডাররা কয়েকবার ভুল করেছে। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিই আমরা। সেটপিস থেকে গোলের সুযোগ তৈরি করেছি। সেদিক থেকে বিপক্ষ টিম গোটা ম্যাচে মাত্র একটা গোলের সুযোগ তৈরি করেছে।’
আগামী ১৮ জুলাই বাম্বোলিম স্টেডিয়ামে গোয়া প্রো লিগের টিম কালাঙ্গুট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলবে মোহন বাগান। এই দলটির মেন্টর প্রাক্তন জাতীয় দলের স্ট্রাইকার ব্রুনো কুটিনহো। তিনি কালাঙ্গুটের বাসিন্দা। তারপর শিলটনরা কলকাতায় ফিরবেন। আগামী ২ আগস্ট মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপ অভিযান শুরু করছে মোহন বাগান।
আগস্টে কলকাতায় ভরা ফুটবল মরশুম। একইসঙ্গে চলবে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। ওসাসুনার প্রাক্তন সহকারী কোচ ভিকুনা মনে করেন, এই দুটি প্রতিযোগিতা মোহন বাগানকে আগামী আই লিগের প্রস্তুতিতে সাহায্য করবে। তিনি বলেন, ‘কলকাতা লিগ ও ডুরান্ড কাপে সেরা ফল করতে চাই। এই দুটি টুর্নামেন্টে খেলেই আই লিগের প্রস্তুতি নিতে চাই। আই লিগের সঙ্গে বাকি দুটি টুর্নামেন্টের নিয়ম আলাদা। কলকাতা লিগে তিন বিদেশি খেলতে পারবে। আই লিগে খেলবে পাঁচ বিদেশি। প্রতিনিয়ত দলের উন্নতির দিকে আমার নজর থাকবে। তারপর সবকিছু বিশ্লেষণ করে আগামী পদক্ষেপ নেব।’