জলের অপচয় বন্ধ করার উপরে বাড়তি নজর রাখতে হবে। পানীয় জল সরবরাহ বাড়ানোর পাশাপাশি পরিস্রুত জলের অপচয় যাতে বন্ধ হয়, সেদিকে আলাদা করে নজর রাখার কথা বললেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শনিবার বরো–১৫এ প্রশাসনিক বৈঠকে এমনই নির্দেশ দিলেন তিনি। এই বিষয় নিয়ে পুর এলাকায় কাজের ওপর নজর রাখতে প্রতি শনিবার পুর কমিশনার, বরো আধিকারিক, ওই বরোর অধীন কাউন্সিলরদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসছেন মেয়র। থাকছেন পুরসভার বিভিন্ন দফতরের ডিজিরাও। বরো–১৫র অন্তর্গত গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, রামনগর সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা।
এদিনের বৈঠকে মেয়র পানীয় জল সরবরাহ বাড়ানোর সঙ্গে সঙ্গে অপচয়ের দিকেও নজর রাখার পরামর্শ দেন। মেয়র জানিয়েছেন, “বাসিন্দাদের প্রাথমিক চাহিদা মেটানোর দায়িত্ব পুরসভার। নাগরিকদের পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা তা দেখার দায়িত্ব কাউন্সিলরদের। জলের অপচয় রুখতে রাস্তার কলগুলিতে স্টপকক লাগাতে হবে। ভাঙা রাস্তা সারাতে হবে। নিকাশির সমস্যা দ্রুত ঠিক করতে হবে”।