রবিবার বিশ্ববাসী নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেয়েছে। ক্রিকেটের জন্ম যে দেশে সেই দেশেরই ভাগ্যে এতদিন শিকে ছেড়ে নি। এইবার সেই খরা কাটল। বিশ্বকাপ জিতল ইংরেজবাহিনী। সঙ্গে রানীর দেশ অন্য এক ইতিহাস তৈরি করল। ইংল্যান্ডই প্রথম দেশ যারা একসঙ্গে ক্রিকেট, ফুটবল ও রাগবি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ল।
বড় ক্রীড়া প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রথম সাফল্য আসে ১৯৬৬ সালে। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতে এই দেশ। এরপর ২০০৩ সালের ফাইনালে আয়োজক অস্ট্রেলিয়াকে ২০-১৭-এ হারিয়ে রাগবি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর সেই প্রথম আর কোনও বিশ্বকাপ জেতে রানির দেশ।
আর তার পরের রেকর্ডটা সত্যিই ইতিহাস। দীর্ঘদিন মানুষের স্মরণে থাকবে এই রূদ্ধশ্বাস ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও ম্যাচের মীমাংসা না-হওয়ায় বেশি বাউন্ডারির নিরিখে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তার সঙ্গে সঙ্গেই এই সাফল্যে ভূষিত হল রানীর দেশ।