ফের বিতর্কে জড়ালেন যোগীরাজ্যের এক বিজেপি বিধায়ক। মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে উত্তরপ্রদেশের বাল্লিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি মুসলিমদের জনসংখ্যার কথা বলতে গিয়ে তাঁদের আচরণের সঙ্গে পশুদের তুলনা করেছেন। এই প্রথম নয়। এর আগেও অনেকবার নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন গেরুয়া শিবিরের এই বিধায়ক। গত বছর তিনি বলেছিলেন, হিন্দুত্বকে অটুট রাখতে প্রত্যেক হিন্দু দম্পতির ৫টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত।
বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত এই বিজেপি বিধায়ক বলেছেন, “আপনারা জানেন, মুসলিম ধর্মের অনেকের ৫০টি স্ত্রী আর ১০০টি সন্তান থাকে। এটাই তাঁদের ঐতিহ্য এবং এই প্রবণতা পাশবিক। সমাজে দুটি বা চারটি সন্তানের জন্ম দেওয়াটাই স্বাভাবিক”।