মোদীর আচ্ছে দিনে বাদ যায়নি খুদেরাও। এবার কেন্দ্রীয় রিপোর্টই জানিয়ে দিল, মোদী জমানায় দুর্নীতির শিকার ছোট ছোট স্কুল পড়ুয়ারাও! টিভি-রেডিও খুললে ‘পড়েগা ইন্ডিয়া তভি তো বাড়েগা ইন্ডিয়া’ জনপ্রিয় এই হিন্দি স্লোগান হামেশাই শোনা যায় বিজ্ঞাপনে। দেশের ভবিষৎদের আরও বেশি করে স্কুলমুখী করতে এক সময় উদ্যোগী হয়েছিল কংগ্রেস সরকার। বিদ্যালয়গুলিতে চালু করা হয়েছিল বিনামূল্যের মিড-ডে মিল। বিজেপির আমলেও সেই প্রকল্প চললেও, এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রিপোর্টে উঠে এল, গত তিন বছরে মোদী জামানায় ৯০০ এর বেশি পড়ুয়া অসুস্থ হয়েছে মিড-ডে মিলে।
শুধু তাই নয়। মন্ত্রকের পেশ করা ওই রিপোর্টে আরও বলা হয়, দেশের ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিরুদ্ধে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ রয়েছে। এমনই ৩৫ অভিযোগ জমা পড়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে। যার ফলে বেজায় বিপাকে পড়েছে মোদী সরকার। ড্যামেজ কন্ট্রোলে এখন তড়িঘড়ি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে কড়া নির্দেশ জারি করে বলা হয়েছে, সংশিষ্ট রাজ্যগুলিকে যতশীঘ্র সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাজ্য ও সরকারের তরফে দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের রিপোর্ট পেশ করতে হবে।
প্রসঙ্গত, কেন্দ্রের দেওয়া নির্দেশিকা অনুযায়ী খাবারের মান পরীক্ষার জন্য স্কুল কমিটির ২ থেকে ৩ সদস্যকে দেখভালের কথা বলা হয়েছে। সব রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল নিয়ে গাইডলাইন জারি করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তাছাড়াও খাবার পরিবেশনের সময় অন্তত একজন শিক্ষক উপস্থিত থাকা বাধ্যতামূলক সেই গাইড লাইনে উল্লেখ রেখেছে। কিন্তু এরপরও থামছে না বিতর্ক। বিরোধীদের সমালোচনায় বেজায় অস্বস্তিতে পড়েছে মোদী সরকার।