মারা গেলেন নেপালি সাহিত্যের দিকপাল লেখক হায়মন দাস রায় কিরাত। ১০১ বছর বয়সী হায়মনের মৃত্যুতে শোকাহত সব মহল। বিশিষ্ট এই নেপালি সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার একটি টুইটে মমতা লেখেন, ‘বিখ্যাত নেপালী সাহিত্যিক হায়মান দাস রায় কিরতের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। গতকাল ১০১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেপালী সাহিত্যে অসামান্য অবদানের জন্যে তিনি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। নেপালি সাহিত্যে তাঁর অভূতপূর্ব অবদানের জন্যে গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে তাঁকে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয়। নেপালি সাহিত্যে তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমি গভীর ভাবে দুঃখ প্রকাশ করছি’।
বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন হায়মন দাস রায়। অবশেষে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপরেই শোকজ্ঞাপণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।