দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই চূড়ান্ত ফ্যাসিবাদী হয়ে উঠেছে মোদী সরকার। বিরুদ্ধ মত পোষণ করলেই কখনও রাজনৈতিক নেতাদের পিছনে এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে, তো কখনও বা কবিদের নামে গ্রেফতারির পরোয়ানা জারি করা হচ্ছে। বাদ যাননি সাংবাদিকরাও। মাস খানেক আগেই যোগীরাজ্যে জেলে পোরা হয়েছিল একাধিক সাংবাদিককে। এবার চলল জম্মু-কাশ্মীরের সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা। যার ফলে সরব হয়েছে তারা। জম্মু-কাশ্মীরের সংবাদমাধ্যমের অভিযোগ, সত্য পরিবেশনে বাধা দেওয়া হচ্ছে। ক্রমশ চাপ বৃদ্ধি ও বিভিন্ন তদন্তকারী সংস্থার মাধ্যমে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করে প্রভাবিত করা হচ্ছে সংবাদমাধ্যমকে।
রাজ্যের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ‘গ্রেটার কাশ্মীর’-এর সম্পাদক ফৈয়াজ কালুকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। জঙ্গী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পরে সংবাদ পরিবেশনের ধরণ নিয়ে গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে শোনা যায়। নিজের সংবাদ সংস্থায় টাকার জোগান নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তিনি। দু’দশকের পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে একটি উর্দু দৈনিকের সম্পাদক আফাক গুলাম জিলানি কাদরিকে। গ্রেফতার করা হয়েছে একটি পত্রিকার সাংবাদিক আসিফ সুলতানকেও। শ্রীনগরের বিভিন্ন সাংবাদিক ও দৈনিকের কর্ণধারদের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের খবরের ক্ষেত্রে মৌখিক নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য।
একটি ইংরেজি কাগজের সম্পাদক জানিয়েছেন, পুলওয়ামা কাণ্ডের পরে চার-পাঁচ মাস ধরে কোনও দৈনিকের প্রথম পাতায় থাকছে না আঞ্চলিক রাজনৈতিক দল ও বিচ্ছিন্নতাবাদীদের খবর। তাঁরা মনে করছেন, নিষেধ অমান্য করলে কোপ পড়তে পারে সরকারি বিজ্ঞাপনে। ওই সম্পাদক আরও জানান, উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা অফিসারের সঙ্গে বৈঠকে তাঁদের বলে দেওয়া হয়েছে, রাজ্যের দৈনিকগুলি বিচ্ছিন্নতাবাদীদের ও পাকিস্তানকে অযথা গুরুত্ব দিচ্ছে। কোন খবর কী ভাবে পরিবশন করা হবে, তাতেও হস্তক্ষেপ করছেন নিরাপত্তা আধিকারিকেরা।
এক প্রবীণ সাংবাদিক আবার জানান, দীর্ঘদিন ধরে হুরিয়তের খবর করতেন তিনি। কিন্তু এখন তাঁকে শুধু পরিবেশ সংক্রান্ত খবর লিখতে বলা হয়েছে। ফলে আখেরে প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের মূল্যবোধ, নৈতিকতা। এক প্রবীণ সাংবাদিকের মন্তব্য, ‘কোনও প্রতিষ্ঠানকে যখন নিরন্তর চাপের মধ্যে রাখা হয়, তখন স্বাধীন ভাবে কাজ করা কীভাবে সম্ভব?’ উল্লেখ্য, গত বছরের জুন থেকে রাষ্ট্রপতি শাসন চলছে জম্মু-কাশ্মীরে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই বুঝিয়ে দিয়েছেন, কাশ্মীর নিয়ে কড়া পদক্ষেপই নেবেন তিনি। কিন্তু সেই কড়া পদক্ষেপ যে বাক স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের কন্ঠরোধ, তা স্পষ্ট হল এবার।