দিন কয়েক আগেই বাড়ির অমতে গিয়ে এক দলিত ছেলেকে বিয়ে করেছিল যোগীরাজ্যের বিজেপি বিধায়কের মেয়ে। আর তার পরেই তিনি অভিযোগ করেছিলেন, ভিন্ন জাতে বিয়ে করার জন্য বাবা তাঁদের পিছনে ভাড়াটে গুন্ডা লাগিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেই ওই অভিযোগ করেছিলেন বরেলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রর মেয়ে সাক্ষী। পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন তিনি। কিন্তু কোথায় নিরাপত্তা! বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে সাক্ষ্যদানের জন্য এলাহাবাদ হাই কোর্ট যাওয়ার পথেই এবার হেনস্তার শিকার হলেন সাক্ষী মিশ্র এবং তাঁর স্বামী, দলিত যুবক অজিতেশ কুমার। অভিযোগ, অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজন আদালতে যাওয়ার সময় তাঁদের পথ আটকায়৷ অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা৷ বেধড়ক মারধর করা হয় অজিতেশকে৷ এবং গোটা ঘটনাটিই ঘটে এলাহাবাদ হাইকোর্টের করিডোরে।
প্রসঙ্গত, দলিত যুবককে বিয়ে করার জন্য তাঁর বাবা তাঁদের খুন করতে দুষ্কৃতী নিয়োগ করেছে। প্রাণ বাঁচাতে তাঁরা লুকিয়ে আছেন। এই মর্মে এবং পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সাক্ষী। সোমবারই ওই মামলার শুনানি ছিল। এদিন সকালে হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল ২৩ বছরের সাক্ষী এবং ২৯ বছরের অজিতেশের। যখন তাঁরা আদালতে আসছিলেন, তখনই হাইকোর্টের বাইরে নিগ্রহের শিকার হন অজিতেশ। অবশেষে পুলিশি নিরাপত্তা নিয়েই হাইকোর্টে পৌঁছন ওই দম্পতি। অজ্ঞাতপরিচয় ওই নিগ্রহকারীরা সবাই আইনজীবীদের কালো কোট পরা ছিল বলে জানিয়েছেন সাক্ষী–অজিতেশের আইনজীবী। তিনি বলেছেন, আদালতকক্ষে ঢোকার সময় পুলিসের ঘেরাটোপ লঙ্ঘন করে অজিতেশকে চড়থাপ্পড় মারে দুষ্কৃতীরা।
কে বা কারা হামলা চালাল, তা যদিও স্পষ্ট নয়৷ তবে দুষ্কৃতীরা সকলে তাঁর বিজেপি বিধায়ক বাবার ভাড়াটে গুন্ডা বলেই অভিযোগ সাক্ষীর। এর ফলে আবারও প্রাণহানির আশঙ্কা গ্রাস করেছে তাঁদের৷ অন্যদিকে, হাইকোর্ট ওই দম্পতির বিয়ের বৈধতায় মান্যতা দিয়ে বিধায়ক রাজেশ মিশ্রের পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। পুলিশকে নববিবাহিত দম্পতিকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, দাদার বন্ধু অজিতেশকে মনে ধরলেও, অজিতেশ দলিত হওয়ায় বিয়েতে আপত্তি ছিল পরিবারের৷ তাই বাধ্য হয়ে বাড়ির অমতে প্রয়াগরাজের একটি মন্দিরে গিয়ে অজিতেশকে বিয়ে করেন বিজেপি বিধায়কের মেয়ে সাক্ষী৷ তারপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে তিনি জানিয়েছিলেন, বিধায়ক বাবা তাঁকে এবং তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন৷ এদিনের ঘটনা সাক্ষীর ওই অভিযোগকেই মান্যতা দিল।