প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আর এর ফলে দলে আসা নতুন বিজেপি কর্মীদের হাতে প্রহৃত হলেন আদি বিজেপি কর্মীরাই। এই ঘটনায় আহত হয়েছেন চারজন আদি বিজেপি কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল মোড়ে।
সমীর প্রামাণিক নামে এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সমীর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি করে আসছি। কিন্তু বেশ কিছুদিন ধরে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি–তে ঢুকে আমাদের কোণঠাসা করে দিচ্ছে। তারা বিভিন্ন উল্টোপাল্টা কর্মসূচি গ্রহণ করছে। এলাকায় অশান্তি ছড়াচ্ছে। অহেতুক মারধর করছে। আমাদের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কোনও গুরুত্ব দিচ্ছে না। তাই আমরা শনিবার বিকেলে পুড়া এলাকায় একটা সাংগঠনিক আলোচনা করছিলাম। আর তা জানতে পেরেই এদিন রাত ন’টা নাগাদ আমরা যখন দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল মোড়ে বসেছিলাম তখনই বেশ কয়েকজন সিপিএম আশ্রিত দুষ্কৃতী আমাদের মারধর করে। ওরা কিছুদিন আগে সিপিএম থেকে বিজেপি–তে ঢুকেছে বলে দাবি করছে। এই ঘটনায় আমাদের চারজন আহত হয়েছেন।’ তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে ওরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর ওরা আবার এলাকায় বোমাবাজি করে সকলকে ভয় দেখাচ্ছে। এই ঘটনায় স্পষ্ট হয়ে দিল পদ্মশিবিরের অন্দরের রাশ আলগা হচ্ছে।