কেন্দ্রের তরফে আধার প্রণয়নের শুরু থেকেই বিরোধীতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, এতে ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে। এর পর পরই আধার কার্ড সাংবিধানিক কিনা তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মমতার দাবিকে মান্যতা দিয়েই বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে সাফ জানিয়ে দেয়। কিন্তু আধার কার্ড ইস্যুতে এবার ফের দেশবাসীকে আঁধারে নিয়ে যাওয়ার ছক কষছে মোদী সরকার। এবার এমন এক আইন আনতে চলেছে য়ারা, যাতে আধার নম্বর ভুল হলেই দিতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা! এমনকী যতবার ভুল নম্বর দেওয়া হবে ততবারই গুনতে হবে জরিমানা। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকেই এই নয়া বিধি চালু হতে পারে বলে সূত্রের খবর।
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্যান এবং আধার একে অপরের পরিপূরক। যাঁদের প্যান নম্বর নেই তাঁরা আধার নম্বর দিয়েই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। প্যানের বদলে তাঁরা সর্বত্র আধার নম্বর দিতে পারবেন। আর এটা নিয়েই শুরু হয়েছে নতুন করে আধার-জল্পনা। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে জানা গেছে, আয়কর আইনও সংশোধন করতে চলেছে মোদী সরকার। সেই আইনে জরিমানার অঙ্ক আরও বাড়ানো হতে পারে। বর্তমানে ১২০ কোটি নাগরিকের আধার কার্ড রয়েছে। ৪১ কোটি মানুষের প্যান নম্বরও রয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ২২ কোটি মানুষেরই প্যান-আধার সংযুক্তিকরণ হয়েছে। তাই মোদী সরকার এ হেন নতুন আইন আনলে, অধিকাংশ দেশবাসীই ফাঁপরে পড়তে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।