১০০ দিনের কাজে ফের গোটা দেশের মধ্যে সেরা হল বাংলা। কেন্দ্রের মোদী সরকারের রিপোর্টে প্রকাশ, শুধু এই প্রকল্পে পয়সা খরচের ক্ষেত্রেই নয়, মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রেও সফল রাজ্য হিসাবে উঠে এসেছে বাংলার নাম।
২০১৭-১৮-এর পর এবার ২০১৮-১৯ অর্থবর্ষেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই গোটা দেশের মধ্যে রাজ্যের বাসিন্দাদের সবচেয়ে বেশি কাজ দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
অর্থ খরচের ক্ষেত্রে বাংলা-সহ গোটা দেশের কী অবস্থা, তা সরকারের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার এমপি ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। তারই উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, অর্থ খরচের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলা। ২০১৭-১৮ অর্থবর্ষে বাংলা সবচেয়ে বেশি টাকা খরচ করেছিল। যার পরিমাণ ৭ হাজার ৯১৩ কোটি ১৪ লক্ষ টাকা। বাংলার এই কাজের উৎসাহ দেখেই চলতি বছরে এখনও পর্যন্ত বাংলাকেই সবচেয়ে বেশি টাকা দিয়েছে কেন্দ্র। একশো দিনের কাজে চলতি আর্থিক বছরে ইতিমধ্যে ৩ হাজার ৯৪৮ কোটি ৯৬ লক্ষ ৯৭ হাজার টাকা পেয়েছে বাংলা। শুধু তাই নয়, কেন্দ্রের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, একশো দিনের কাজের ক্ষেত্রে বাংলাকে অনুসরণ করে খরচের গতি বাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি।
একইভাবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইন ২০০৫ (চালু কথায় একশো দিনের কাজ) মোতাবেক ক্ষমতায় আসার পর থেকে বাংলার মানুষকে কাজ দেওয়ার পরিমাণ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রে ২০১৭-১৮ সালে বাংলায় যথাক্রমে ৩১ কোটি ২৫ লক্ষ ৫৫ হাজার শ্রমদিবস তৈরি হয়েছে। যা গোটা দেশে সর্বোচ্চ। পরের বছরও রাজ্য সেরা। সরকারি তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে আগের হিসেব টপকে বাংলা ৩৩ কোটি ৮৪ লক্ষ ৬৯ হাজার শ্রমদিবস তৈরি হয়েছে।