লর্ডসের মাঠে আজ বিশ্বকাপের মহারণ চলছে। বিশ্ব আজ নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন পাবে। কে সেই শিরোপার তাজ মাথায় তোলে এটাই দেখার।যাঁদের হাতে এই খেলার জন্ম তাঁরা পাবে নাকি শেষবেলায় কালো ঘোড়া তাঁদের বাজি মেরে বেরিয়ে যাবে সেটা সময়ই বলে দেবে। তবে এত কিছুর মধ্যেও আজকের ম্যাচে আরও এক রেকর্ড ইতিহাসের পাতায় উঠে গেল। অধিনায়ক হিসেবে একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলমসন।
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দিলেন কিউয়ের অধিনায়ক। ২০০৭ সালে বিশ্বকাপে জয়বর্ধন শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে ব্যক্তিগত রান ছিল ৫৪৮। সেই রেকর্ড আজকের ফাইনাল ম্যাচে চূর্ণ করলেন উইলমসন। ১২ বছরের এই রেকর্ড ভেঙে নতুন একটি মাইলফলক তৈরি করলেন তিনি।
টস জিতে লর্ডসে ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। আর তাঁর ব্যাট থেকেই আসে এই রেকর্ড। ৩০ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগেই ৫৭৮ রানের এই রেকর্ড করে ক্রিকেট ইতিহাসে নিজের নাম তুলে দেন তিনি।