গতকাল এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। মেট্রো রেল কর্তৃপক্ষ ও চালকের গাফিলতির দাম নিজের জীবন দিয়ে মেটাতে হল কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালকে (৬৬)। মেট্রোর দরজায় হাত আটকে থাকা অবস্থায় যাত্রীকে নিয়ে ছুটল ট্রেন। ঘষটাতে ঘষটাতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে লাইনের উপরে পড়ে মৃত্যু ঘটল ওই যাত্রীর। কলকাতা মেট্রোর ইতিহাসে নজিরবিহীন এই দুর্ঘটনায় অসন্তোষ শহরবাসী।
শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ওই যাত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, সন্ধ্যে ৭ টা নাগাদ পার্কস্ট্রীট মেট্রো স্টেশনে অন্যান্য যাত্রীদের সঙ্গে ওই বৃদ্ধও উঠতে যান মেট্রোতে। ঠিক সেই সময়েই মেট্রোর দরজা বন্ধ হয়ে যেতে থাকে। মরিয়া ওই যাত্রী তাঁর ডান হাত বাড়িয়ে দেন দু’টি দরজার মাঝখানে। ধারণা ছিল, হাতের স্পর্শ বুঝতে পেরে মেট্রোর স্বয়ংক্রিয় দরজা ফের খুলে যাবে। কিন্তু তা হল না। চলতে শুরু করল মেট্রো। যাত্রীর হাত তখন আটকে রয়েছে মেট্রোর দু’টি দরজার মাঝখানে। ট্রেন ছুটতে শুরু করে তাঁকে ওই অবস্থাতে নিয়েই।
দুর্ঘটনার পর ডিসি (দক্ষিণ) মিরাজ খালিদের নেতৃত্বে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পৌঁছয় দমকল বাহিনী। তোলপাড় শুরু হয়ে যায় রেল ও রাজ্য প্রশাসনে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। মেট্রো এখন সবথেকে অবহেলিত। মেট্রোয় কোনওরকম রক্ষণাবেক্ষণ হয় না। রাজ্যের পক্ষ থেকে পরিবারকে সবরকম সাহায্য করা হবে।’’ প্রয়োজনে পরিবারের কোনও সদস্যকে চাকরিও দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় মেট্রো চলাচল। কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কার গাফিলতি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মার নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সম্প্রতি চালু হওয়া নতুন ওই মেট্রোর সেন্সর ঠিক মতো কাজ না করাতেই এই বিপত্তি। সম্প্রতি চালু হওয়া নতুন রেকে কেন এত বড় বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখতে প্রস্তুতকারক সংস্থার কর্তারা কলকাতায় আসছেন বলে মেট্রো সূত্রে খবর।