ক্রিকেট মাঠে খেলোয়াড়দের মধ্যে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ বরাবরের। এই আম্পায়ারিং-কে ত্রুটি মুক্ত করার জন্য আইসিসি সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসছে নতুন নতুন নিয়ম। ডিআরএস থেকে রিভিউ সবদিক থেকেই চলছে আঁটোসাঁটো ব্যাপার। তবে তার মধ্যেও ভুল আম্পায়ারিং-এর জন্য খেসারত দিতে হচ্ছে খেলোয়াড়দের। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-এর সেমিফাইনাল ম্যাচে।
কুমার ধর্মসেনার ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছিল ইংল্যান্ডের জেসন রয়কে। প্যাট কামিন্সের বলে ৮৫ রানের মাথায় ফেরত যেতে হয় ইংল্যান্ডের এই ওপেনারকে। আপাতত দৃষ্টিতে বলটা গ্লাভসে লেগেছে মনে হলেও সেটা ছিল ভুল। যেহেতু ইংল্যান্ড আগেই তাঁদের কোটার রিভিউটি নষ্ট করে ফেলেছিল তাই জেসন রয়কে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। তবে তিনি বারবার ধর্মসেনার কাছে আবেদন করেন যেন এই সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করা হোক। কিন্তু ধর্মসেনা কোনো কর্ণপাত করেননি। পরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিজের রাগ উগরে দেন ইংল্যান্ডের এই তারকা।
মাঠে এই সিদ্ধান্তের জন্য রয় কিছু অসংলগ্ন মন্তব্য করে ফেলেন। তারজন্য তাঁকে শাস্তির মুখেও পড়তে হয়েছে। এতকিছুর মধ্যেও কুমার ধর্মসেনাই রবিবারে বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে থাকবেন। এই নিয়ে পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে তিনি আম্পায়ারিং করছেন। এছাড়াও অনেকবার সেরা আম্পায়ারের শিরোপাও পেয়েছেন তিনি। রবিবার ফাইনালে আবার মুখোমুখি হবেন ধর্মসেনা ও রয়। এক দ্বৈরত্ব থাকবে দুজনের মধ্যেই। খেলার মধ্যে এ এক অন্য খেলা।