রাজধানীতে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লীর ঝিলমিল এলাকাতে একটি রাবারের কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ২৬টি ইঞ্জিন। দিল্লীর যে এলাকায় এই কারখানা সেটা যথেষ্ট ঘিঞ্জি। এখানে কারখানার পাশে অনেক বাড়ি-ঘর রয়েছে। গলিও খুব সরু। ফলে আগুন নেভানোর কাজ করতে সমস্যা হচ্ছে কর্মীদের। ঠিকমতো পরিকল্পনা না করে বসতি গড়ে তলার দিকে আঙুল তুলেছেন দমকল আধিকারিকরা।
দমকল আধিকারিকদের সূত্রে খবর, শনিবার সকালে ওই রাবার কারখানার নীচের তলায় আগুন লাগে। সেখানে প্লাস্টিক ও রাবারের বিভিন্ন উপাদান মজুত ছিল। দাহ্যবস্তু থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে কারখানার উপরের তিন তলাও আগুনের গ্রাসে চলে যায়। কর্মীরা এই আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সাহায্য করেন। খবর দেওয়া হয় দমকলে।