যেখানে বিজেপির নেতা-মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাটমানি’ কান্ড নিয়ে নিন্দা করেছিলেন, সেখানে দাঁড়িয়ে সেই বিজেপিরই এক নেতা এবার ঘুষ নিতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়ে গেলেন। ঝাড়খন্ডের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী এই কান্ডটি ঘটিয়েছেন৷ আর তার এই টাকা নেওয়ার ভিডিও শুক্রবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে৷ যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, এই ভিডিওতে দেখা গিয়েছে, গড়ওয়ার আদর পঞ্চায়েতে একটি নির্মাণ কাজের জন্য তিনি টাকা নিচ্ছেন৷
এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই, বিরোধী দলের নেতারা তাঁকে নিশানা করেছে৷ এদিকে এক সাংবাদিক সম্মেলনে চন্দ্রবংশী দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ তিনি জানিয়েছেন, গত ১১ জুলাই একটি গ্রামে বেশ কিছু প্রজেক্টের উদ্বোধনে গিয়েছিলাম৷ সেখানে গ্রামবাসীরা একটি প্ল্যাটফর্ম নির্মাণ করিয়ে দেওয়ার আবেদন জানায়৷ আমি ১৫,০০০ টাকা নিয়ে তা এক গ্রামবাসীকে দিই এবং নিশ্চিত করি যে এই প্ল্যাটফর্ম নির্মাণের জন্য ফান্ড তৈরি করা হবে৷
তিনি আরও বলেন, গ্রামবাসীরা জানায় তাদের ৫০,০০০ টাকার প্রয়োজন এবং তাই তাদের আশ্বস্ত করে বলি বাকি ৩৫,০০০ টাকা আমরা ডোনেশনের মাধ্যমে তুলব৷ কেউ এই বিষয়টির একটি ভিডিও করে নেয় এবং তা ছড়িয়ে দেয়। এদিন সেই স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেছেন, বিজেপি থেকে বহিষ্কৃত হওয়া সতীশ যাদব এই কান্ড ঘটিয়েছে৷ সেই আমার ভাবমূর্তি খারাপ করার জন্য এই কাজ করে থাকতে পারে৷ যদিও তিনি ডোনেশনের কথা বললেও, এলাকার লোক এবং বিরোধীরা তা মানতে নারাজ।